কারা উপ মহাপরিদর্শকের কার্যালয় পরিচিতি:
১৯৫৭ সালের ডিসেম্বর মাসে রাজশাহী বিভাগের কারা উপ মহাপরিদর্শক এর কার্যালয়ের যাত্রা শুরু হয়। ১৯৯৭ সালে সিনিয়র তত্ত্বাবধায়কের পদ সৃষ্টি হওয়ার পূর্ব পর্যন্ত কারা উপ মহাপরিদর্শক রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অফিস প্রধান এবং রাজশাহী বিভাগের কারাগারসমূহের বিভাগীয় কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। কারা উপ মহাপরিদর্শক এর কার্যালয়ের অনুমোদিত জনবল ১৩ জন।
বিভাগস্থ কারাগারসমূহের সংক্ষিপ্ত পরিচিতি:
রাজশাহী কেন্দ্রীয় কারাগার: দেশের প্রাচীনতম ও ঐতিহাসিক কারাগারের মধ্যে অন্যতম রাজশাহী কেন্দ্রীয় কারাগার ১৮৪০ সালে পদ্মা নদীর উত্তর তীরে ৬৫.৪১ একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয়। কারাগারের পেরিমিটার ওয়ালের ভিতরে ১৮.৮৮ একর এবং বাহিরে ৪৬.৫৩ জমি রয়েছে। কারাগারটির অনুমোদিত জনবল ৬০৭ জন এবং বন্দী ধারণক্ষমতা ১৪৬০ জন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার: মহানন্দা নদীর তীরে একটি জমিদার বাড়িতে ১৯৭৫ সালে চাঁপাইনবাবগঞ্জ উপ কারাগারের কার্যক্রম শুরু হয়। ১৯৮৪ সালে উপ কারাগার নির্মিত হওয়ার পর ১৯৮৮ সালে জেলা কারাগারে উন্নীত হয়। কারাগারের মোট জমির পরিমাণ ১১.৫১ একর, তন্মধ্যে পেরিমিটার ওয়ালের ভিতরে ৪.০০ একর এবং বাহিরে ৭.৫১ একর। এ কারাগারের অনুমোদিত জনবল ৮৬ জন এবং বন্দি ধারণক্ষমতা ৫৯৫ জন।
নওগাঁ জেলা কারাগার : ছোট যমুনা নদীর তীরে ৮৩.৬২ শতাংশ জমিতে ১৯৩০ খ্রিস্টাব্দে নওগাঁ উপ কারাগার প্রতিষ্ঠিত হয়। পুরাতন কারাগার হতে বন্দি স্থানান্তরের মাধ্যমে বর্তমান স্থানে নওগাঁ জেলা কারাগারের কার্যক্রম ২৫.০৬.২০০৪ এ শুরু হয়। নওগাঁ জেলা কারাগারের অভ্যন্তরে জমির পরিমাণ ০৯ একর এবং বাহিরে জমির পরিমাণ ০৩ একর। কারাগারের অনুমোদিত জনবল ১১৭ জন এবং বন্দি ধারণক্ষমতা ৫৮৭ জন।
নাটোর জেলা কারাগার : ১৯১৮ সালে ১.২৪ একর ভূমিতে নাটোর শহরের কান্দিভিটায় ৯৪ জন বন্দী ধারণক্ষমতা সম্পন্ন নাটোর উপ-কারাগার প্রতিষ্ঠিত হয়। কারাগারের যথাযথ নিরাপত্তা এবং বন্দি আধিক্যের কথা বিবেচনা করে ১৯৯৭ সালে শহরের হরিশপুর মৌজায় নাটোর জেলা কারাগার নির্মাণ কাজ শুরু হয় এবং ১১.০৯.২০১১ হতে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়। নাটোর জেলা কারাগারের আয়তন ৭.৫০ একর। কারাগারের অনুমোদিত জনবল ৮৬ জন এবং বন্দি ধারণক্ষমতা ২০০ জন।
পাবনা জেলা কারাগার : পাবনা জেলা কারাগার আব্দুল হামিদ রোডে ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এ কারাগারের মোট জমির পরিমাণ ১০.৮৫ একর। কারাগারের অনুমোদিত জনবল ১৬৬ জন বন্দি ধারণ ক্ষমতা ৮২১ জন।
সিরাজগঞ্জ জেলা কারাগার : ১৯১৮ খ্রিষ্টাব্দে সিরাজগঞ্জ মহকুমায় যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ উপ-কারাগার প্রতিষ্ঠিত হয়। যমুনা নদীর ভাঙ্গনের ফলে কারাগারটি স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। সিরাজগঞ্জ শহরের রায়পুর মৌজার কান্দাপাড়া এলাকায় ৬.৫০ একর জমিতে ১৭ই নভেম্বর, ১৯৯৪ হতে বর্তমান স্থানে কারাগারটির কার্যক্রম শুরু হয়েছে। ২০১৭-২০১৮ অর্থ বছরে ৪ একর জমি অধিগ্রহণ করায় বর্তমানে কারাগারের আয়তন ১০.৫০ একর। কারাগারের অনুমোদিত জনবল ১০০ জন এবং বন্দী ধারণক্ষমতা ৩৫২ জন।
বগুড়া জেলা কারাগার : বগুড়া শহরের জলেশ্বরীতলা এবং মালতীনগর এলাকায় করতোয়া নদীর পাড়ে ১৮৮৩ খ্রিষ্টাব্দে বগুড়া জেলা কারাগার নির্মিত হয়। বগুড়া জেলা কারাগারের আয়তন ১৪.৬৬ একর, অনুমোাদিত জনবল ২১৫ জন এবং বন্দী ধারণ ক্ষমতা ৭৭৫ জন।
জয়পুরহাট জেলা কারাগার : জয়পুরহাট উপ কারাগার এর যাত্রা শুরু হয় ১৯৮৫ সালের ১৯ অক্টোবর। পরবর্তীতে এটি ১৯৮৮ সালে জেলা কারাগারে রুপান্তরিত করা হয়। জয়পুরহাট জেলা কারাগারের আয়তন ৮.৬০ একর, কারাগারটির অনুমোদিত জনবল ৮৪ জন এবং বন্দী ধারণ ক্ষমতা ১২৭ জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস